বিজেপির বিশেষ বৈঠকের দ্বিতীয় দিনে ২৩ টি জেলার নেতৃত্বকে নিয়ে বৈঠক করলেন কেন্দ্র ও রাজ্য নেতৃত্ব। আগামী দিনে সংগঠনকে কিভাবে পরিচালনা করা হবে, সদস্য বাড়ানো হবে তা নিয়ে আলোচনা করেন কেন্দ্র ও রাজ্য নেতৃত্ব।
এদিন দিলীপ ঘোষ জানান, আগামী দিনে রাজ্যে ৩ থেকে ৪ টি রথযাত্রা করা হবে। সমস্ত লোকসভা ও বিধানসভা কেন্দ্র গুলি ছুঁয়ে যাবে এই রথযাত্রা। পাশাপাশি ৪২ টি আসনের জন্যই লড়াই করবে বিজেপি বলে জানান দিলীপ ঘোষ। পঞ্চায়েত ভোটে সুপ্রিম কোর্ট যদি রায় দেয় ২০ হাজার আসনে পুননির্বাচন হবে, তবে আবার একটা কুরুক্ষেত্র হবে রাজ্যে।
Like Us On Facebook