বুদবুদের ভাতকুন্ডা এলাকায় তাঁবু খাটিয়ে আশ্রয় নিয়েছেন ২৮ টি বিজেপি কর্মী সমর্থকদের পরিবার। বিজেপি কর্মী-সমর্থকরা জানিয়েছেন, তাঁরা ভোটের পর থেকেই ঘর ছাড়া। আউসগ্রাম অঞ্চলের প্রেমগঞ্জ এলাকায় তাঁদের বাড়ি। তাঁদের অভিযোগ, ভোটের পর থেকেই এলাকায় তৃণমূলের আতঙ্কে তাঁরা ঘরছাড়া রয়েছেন। বর্তমানে তাঁরা নিজেদের এলাকা ছেড়ে বুদবুদের ভাতকুন্ডা অঞ্চলে তাঁবু খাটিয়ে বসবাস করছেন।
বর্ধমান জেলা বিজেপি কিষান মোর্চার নেতা কৃষ্ণদয়াল কর্মকার জানিয়েছেন, ভোটের পর থেকেই বিজেপি কর্মী সমর্থকদের উপর অত্যাচার চালাচ্ছে তৃণমূল কর্মীরা। যার কারণে বহু বিজেপি কর্মী সমর্থককে এখনও বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে। অপরদিকে, আউসগ্রাম দু’নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি জানিয়েছেন, এ ধরনের কোন ঘটনা কোথাও ঘটেনি। গোটা রাজ্য জুড়ে সমস্ত এলাকায় শান্তির পরিবেশ রয়েছে। তৃণমূলকে বদনাম করার একটা চক্রান্ত করছে বিজেপি।