শুক্রবার কাঁকিনাড়ায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও বিজেপি রাজ্য যুব মোর্চার সাধারণ সম্পাদক তাপস ঘোষকে হেনস্তার প্রতিবাদে আসানসোলে বিজেপি কর্মী সমর্থকরা পথে নেমে বিক্ষোভ দেখাল৷ শনিবার দুপুরে আসানসোলের গীর্জা মোড়ে বিজেপির এই বিক্ষোভ সমাবেশ ও পথে নেমে প্রতিবাদের নেতৃত্ব দেন জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই, অজয় পোদ্দার, প্রশান্ত চক্রবর্তী, সন্তোষ সিং পবন সিং অরিজিৎ রায় বিবেকানন্দ ভট্টাচার্য সহ আরো অনেকে৷

এদিন বিজেপির বিক্ষোভ মিছিলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করার চেষ্টা হলে পুলিশ বাধা দেয়। এরপর পুলিশের সাথে ধ্বস্তাধ্বস্তি শুরু হলে প্রমীলা গড়াই নামের এক মহিলা পুলিশ সামান্য আহত হন৷ তাকে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্যে পাঠানো হয়৷ তবে জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই বলেন পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশ চুড়ান্তভাবে তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। তারা আমাদের বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদকে বানচাল করতে সচেষ্ট হয়৷ তবে শেষ পর্যন্ত বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সফল বলে দাবি করে কর্মী-সমর্থকদের অভিনন্দন জানান লক্ষ্মণ ঘড়ুই।

Like Us On Facebook