বাবুল সুপ্রিয়-র উপর আক্রমণের প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আসানসোলে বিজেপি-র মিছিল। এই মিছিলে নেতৃত্ব দেন বিজেপির প্রথম সারির নেতারা। এই মিছিলে অংশ নেন অমিতাভ ব্যানার্জী, ডঃ সুভাষ সরকার, তাপস রায় সহ অন্যান্যরা। বিজেপি নেতা অমিতাভ ব্যানার্জী বলেন, “গতকাল বিকেলে পুলিশের সামনে সরাসরি ইঁট ছোড়া হয় কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়-র গায়ে। এই ঘটনার প্রতিবাদে আজ আমরা আসানসোলে প্রতিবাদ মিছিল বের করি। আমরা অবিলম্বে দোষিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি”।