রানিগঞ্জ ও আসানসোলের সাম্প্রতিক ঘটনাবলী ও এলাকার মানুষের ক্ষয়ক্ষতি নিয়ে কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট করতে বিজেপির এক কেন্দ্রীয় প্রতিনিধি দল রবিবার রানিগঞ্জ ও আসানসোল পরিদর্শন করলেন। এদিন বিজেপির এই প্রতিনিধি দলে ছিলেন বিডি রাম, শাহনওয়াজ হুসেন, রুপা গাঙ্গুলী ও ওম প্রকাশ মাথুর।
রবিবার বিজেপির এই প্রতিনিধি দল রানিগঞ্জ ও আসানসোলের উদ্দেশ্যে যাওয়ার আগে প্রথমে ক্ষণিকের জন্য দুর্গাপুরের বাঁশকোপা ইন হোটেলে আসেন। দলীয় কর্মীরা বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানান। সেখানে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেন বিজেপি সাংসদরা। এর পর রানিগঞ্জ ও আসানসোলের উদ্দেশ্যে রওনা দেন বিজেপি সাংসদরা।
এদিন দুপুরে আসানসোলে পৌঁছয় বিজেপির প্রতিনিধিদল। রমনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠা বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন বিজেপি প্রতিনিধিরা। জানা গেছে, রানিগঞ্জ ও আসানসোলের পরিস্থিতি খতিয়ে দেখে বিজেপি সভাপতি অমিত শাহকে রিপোর্ট করবে এই প্রতিনিধিদল।