কর্ণাটক বিধানসভা ভোটে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিজেপি বুধবার রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানিয়েছিল। এরপর সরকার গঠনের জন্য বিজেপি নেতা ইয়েদুরাপ্পাকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ডাকেন রাজ্যপাল বাজুভাই বালা। বৃহস্পতিবার শপথ নেন ইয়েদুরাপ্পা। রাজ্যপাল ১৫ দিন সময় দিয়েছিলেন সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে কংগ্রেস ও জেডি(এস) সুপ্রীম কোর্টে যায়। সুপ্রীম কোর্ট আজ, শনিবার বিকাল ৪টায় আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে বলেছিল ইয়েদুরাপ্পাকে। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে প্রয়োজনীয় সংখ্যা জোগাড় না হওয়ায় কর্ণাটক বিধানসভায় ইস্তাফা দিলেন বিজেপি মুখ্যমন্ত্রী। ফলে তিনদিনের বিজেপি সরকারের পতন হল।
এর ফলে কংগ্রেসের সমর্থনে জেডি (এস) রাজ্য সভাপতি এইচ ডি কুমারস্বামীর সামনে সরকার গঠনের পথ প্রশস্ত হলে বলে মনে করছেন রাজনৈতিক মহল। এই খবর প্রকাশ হতেই আসানসোলের হটন রোড মোড়ে পটকা ফাটিয়ে আবির খেলে আনন্দে মেতে ওঠে কংগ্রেস সমর্থকেরা৷ এদিনের এই বিজয় উল্লাসে সামিল ছিলেন কংগ্রেস নেতা শাহ আলম, প্রসেনজিৎ পুইতুণ্ডি সহ আরও অনেক নেতা-কর্মী।