.

গলসি বিধানসভা কেন্দ্রের ঘোষিত বিজেপি প্রার্থী তপন বাগদিকে বিজেপির নেতৃত্ব সরিয়ে নতুন প্রার্থী হিসাবে বিকাশ বিশ্বাসের নাম ঘোষণা করল। তপন বাগদির বিরুদ্ধে বুদবুদের বিভিন্ন জায়গায় পোস্টার পড়ে। অভিযোগ, তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা রয়েছে। তা নিয়ে বিরোধী দলগুলি প্রচারে সোচ্চার হতে থাকে। বিজেপির দলীয় নেতৃবৃন্দের নজরে পড়ে বিষয়টি। এরপরেই দলীয় স্তরে তপন বাগদিকে সরিয়ে নতুন প্রার্থী হিসাবে কাঁকসার অয্যোধা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিকাশ বিশ্বাসের নাম চুড়ান্ত করে বিজেপির শীর্ষ নেতৃত্ব। সোমবার তপন বাগদি মনোনয়ন পত্র জমা দিতে গিয়েও মনোনয়ন জমা না দিয়েই ফিরে আসেন। জানা গেছে, প্রার্থী তালিকা ঘোষণার পর তপন বাগদি প্রায় ৭৫ শতাংশ প্রচার সেরে ফেলেন। তারপর তাঁকে দলীয় প্রার্থী পদ থেকে সরিয়ে নতুন প্রার্থীর নাম ঘোষণা করা হয় আজ।

বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে তপন বাগদি
Like Us On Facebook