সপ্তদশ লোকসভা নির্বাচনে দুই বর্ধমানে তিনটির মধ্যে দু’টি আসন জিতে উচ্ছ্বসিত বিজেপির কর্মী-সমর্থকরা। বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে জয়লাভ করলেন বিজেপির এসএস আলুওয়ালিয়া। আসানসোল কেন্দ্র থেকে ফের একবার সংসদে যাচ্ছেন বিজেপির বাবুল সুপ্রিয়। অনদিকে বর্ধমান পূর্ব লোকসভা আসনে জয়ী হলেন তৃণমূল কংগ্রেসের সুনীল কুমার মন্ডল।
বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তীব্র লড়াইয়ের পর শেষ হাসি হাসলেন বিজেপির সুরিন্দরজিৎ সিং আলুওয়ালিয়া। তৃণমূল কংগ্রেসের মমতাজ সংঘমিতার থেকে ২৪৩৯ ভোট বেশি পেয়ে বিজেপির এসএস আলুওয়ালিয়া মমতাজ সংঘমিতার কাছ থেকে আসনটি ছিনিয়ে নিলেন। এই কেন্দ্রে বিজেপি শেষ মুহূর্তে প্রার্থী ঘোষণা করে এসএস আলুওয়ালিয়াকে। ফলে অনেকটা দেরিতে প্রচার শুরু করেন তিনি। দার্জিলিংয়ে অশান্তি পাকিয়ে পালিয়ে আসার অভিযোগ তুলে তৃণমূল তাঁর বিরুদ্ধে তীব্র প্রচার চালায়। তবে দেরিতে শুরু করেও পোড় খাওয়া এই রাজনীতিবিদ মনোনয়ন জমা দিয়েই প্রচারে ঝড় তোলেন। বহিরাগত তকমাকে উড়িয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা এসএস আলুওয়ালিয়া যেখানেই প্রচারে গেছেন সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে প্রচার করেছেন। সাধরণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার গুণ এবং মোদী ঝড়ে এই কেন্দ্রে শেষ হাসি হাসলেন এসএস আলুওয়ালিয়া।
আসানসোল আসনটি ফের একবার জিতে নিলেন বিজেপির বাবুল সুপ্রিয়। বিভিন্ন সময় প্রচারে দু’লক্ষ ভোটে জেতার দাবি করেছিলেন। প্রায় সেই ব্যবধানে মুনমুন সেনকে হারিয়ে ফের একবার সংসদে যাচ্ছেন বাবুল সুপ্রিয়। গত পাঁচ বছর সাংসদ হিসেবে আসানসোলের জন্য অনেক কাজ করার পাশাপাশি রাজ্যের শাসকদলের কাছ থেকে কাজ করার ক্ষেত্রে বাধা পেয়েছেন বলে দাবি করেছিলেন বাবুল। আসানসোল কেন্দ্রের মানুষ মোদী সরকারের বিভিন্ন কাজের পাশাপাশি বাবুলের উপরই আস্থা রাখলেন।
অন্যদিকে, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রটি নিজের দখলেই রাখলেন তৃণমূল প্রার্থী সুনীল কুমার মন্ডল। ব্যবধান কমলেও এই কেন্দ্র থেকে জিতে সংসদে যাচ্ছেন সুনীল কুমার মন্ডল।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?