সংবাদ মাধ্যমে খবরের জেরে খান্দরার নাগ কাজোড়ার প্রাক্তন ইসিএল কর্মী কুষ্ঠ রোগী হরি আপতার পেনশন চালুর আশ্বাস দেওয়া হল সোমবার। জানা গেছে, খবর পেয়ে আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় তৎপরতা শুরু করায় সোমবার পশ্চিম বর্ধমান জেলার বিজেপি নেতৃত্ব নাগকাজোড়ার কুষ্ঠ রোগী হরি আপতার বাড়ি গিয়ে বাবুল সুপ্রিয়র তৎপরতার কথা জানান হরি আপতাকে।
উল্লেখ্য, হরি আপতা ১৯৯৮ সালে ইসিএলের চাকরি থেকে অবসর নেন। তারপর পেনশন চালু হলেও সম্প্রতি সরকারি নিয়ম অনুযায়ী ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না হওয়ায় নিয়মের ফেরে হরি আপতার পেনশন আটকে যায়। হরি আপতার আঙ্গুল কুষ্ঠ রোগে বিকৃত হয়ে যাওয়ায় আধার কার্ডের জন্য আঙ্গুলের ছাপ নেওয়া যায়নি। ফলে তৈরি হয়নি আধার কার্ড। আধার কার্ড না হওয়ায় হরি আপতার পেনশন বন্ধ হয়ে যায়। অভাবি হরি আপতার সংসার অচল হয়ে পড়ে। পেনশনের টাকা না পাওয়ায় অনাহারে দিন কাটতে থাকে হরি আপতার। এই খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হতেই আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় উদ্বিগ্ন হয়ে পড়েন। এরপরেই বাবুলের নির্দেশে সোমবার পশ্চিম বর্ধমান জেলার বিজেপি নেতৃত্ব হরি আপতার বাড়ি গিয়ে হরি আপতাকে তাঁর বন্ধ হয়ে যাওয়া পেনশন চালু করে দেওয়ার আশ্বাস দেন বলে বিজেপি সূত্রে জানা গেছে।