ডেঙ্গু, ম্যালেরিয়া প্রভৃতি রোগের হাত থেকে বাঁচতে এবার জেলার সমস্ত স্কুলের ছাত্র-ছাত্রীদের সামিল করার ওপর জোড় দিলে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। সোমবার বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষা ক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কিত উদ্যোগ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়।
এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলার মুখ্য স্বাস্থ্যাধিকারিক ডা. প্রণব কুমার রায় জানিয়েছেন, গতবছর থেকেই গোটা জেলায় ডেঙ্গু, ম্যালেরিয়া নিয়ে রীতিমত তাঁদের উদ্বেগ বেড়েছে। তাই এই রোগ নিরাময়ের ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিতে পারে স্কুলের ছাত্রছাত্রীরা। তারা তাদের স্কুল ও বাড়ি লাগোয়া এলাকায় জমা জল পরিষ্কারের বিষয়ে উদ্যোগ নিতে পারে। তিনি জানান, এবছরে এখনও পর্যন্ত ১০০জনের রক্তে ডেঙ্গুর জীবাণুর সন্ধান মিলেছে। জেলা স্বাস্থ্য দপ্তরের ডেপুটি স্বাস্থ্যাধিকারিক সুনেত্রা মজুমদার এদিন জানান, গতবছর মে-জুন মাস পর্যন্ত তাঁরা গোটা জেলায় ১০জনের রক্তে ডেঙ্গুর পজিটিভ জীবাণু পেয়েছিলেন। কিন্তু এবারে সেই সংখ্যা বেড়ে হয়েছে ৮০টি। ফলে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা দেখা দিয়েছে।
এদিন পূর্ব বর্ধমান জেলার ৪৪টি সার্কেলের প্রতিটি সার্কেল থেকে ৩০জন করে ছাত্রছাত্রীদের ডাকা হয় এই অনুষ্ঠানে। স্বাস্থ্যই সম্পদ এই বাক্যকেই পাথেয় করে জেলার সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সচেতন হওয়ার পরার্শ দেওয়া হয় এদিন। বক্তব্য রাখতে গিয়ে জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু এদিন গোটা জেলাকে তামাকবর্জিত জেলা হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে স্কুলের ছাত্র-ছাত্রীদেরও এগিয়ে আসার ডাক দেন। তিনি বলেন, তামাক সমাজকে ক্রমশই পঙ্গু করে দিচ্ছে। তার থেকে মুক্ত হতে হলে ছাত্র-ছাত্রীদেরই এগিয়ে আসতে হবে। জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব এদিন বলেন, তামাক কোম্পানী গুলির মূল লক্ষ্যই থাকে স্কুলের ছাত্র-ছাত্রীরা। তাই তামাক বর্জিত জেলা গড়তে হলে স্কুলের ছাত্র-ছাত্রীদেরই এগিয়ে আসতে হবে। জেলাশাসক এদিন শিক্ষাক্ষেত্রে স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে আগামী বছর থেকে স্কুলগুলিকে পুরস্কার দেবার কথাও ঘোষণা করেন।