সোমবার রানিগঞ্জে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে যে অশান্তির পরিবেশ তৈরি হয় তা সম্পূর্ণ পুলিশি ব্যর্থতা ও তৃণমূলী দুষ্কৃতীদের তান্ডবের ফসল বললেন বিজেপির জেনারেল সেক্রেটারি রাজু ব্যানার্জী৷
মঙ্গলবার দুপুরে এর প্রতিবাদে আসানসোলে পুলিশ কমিশনারেট অফিসে বিজেপির পক্ষ থেকে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়৷ বিক্ষোভ শেষে সিপি অফিসে এক স্মারকলিপি প্রদান করা হয় বিজেপির পক্ষ থেকে৷ যেখানে অবিলম্বে প্রকৃত দোষীদের শাস্তির দাবি তোলা হয়৷ এদিনের বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বিজেপির বর্ষীয়ান নেতা এস এন লাম্বা, নির্মল কর্মকার, লক্ষণ ঘড়ুই, রাজু ব্যানার্জী সহ আরও অনেকে৷
Like Us On Facebook