শনিবার রাতে বর্ধমান শহরেও বসানো হল বিশ্ববাংলা গ্লোব। রাজ্যের অন্যান্য জেলায় এই গ্লোব বসানো হলেও বর্ধমান শহরে প্রথম এই গ্লোব বসানো হল। শনিবার রাতে শহরের প্রাণকেন্দ্র কার্জন গেটের সামনে ট্রাফিক আইল্যাণ্ডের পরিত্যক্ত বেদীতে বসানো হল এই গ্লোব। এদিন তা উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর কল্পনা প্রসুত এই লোগোকে গোটা বাংলা জুড়ে ছড়িয়ে দেবার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বর্ধমান শহরের কার্জন গেটের সামনে প্রথম এই লোগো বসানো হলেও শহরের বীরহাটা মোড় এবং পুরসভার সামনে আরও দুটি গ্লোব বসানো হবে বলে এদিন বিধায়ক জানিয়েছেন।
Like Us On Facebook