গলসির বেলগ্রামের কাছে ২ নং জাতীয় সড়কে রবিবার ভোর রাতে দুই বাইক আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে রাস্তায় ছিটকে পড়লে বাইকের দুই আরোহীকে দ্রুতগামী একটি গাড়ি পিষে দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যুবকের। মৃত দুই জন সম্পর্কে মামাতো-পিসতুতো ভাই। নাম সুরেশ ঠাকুর (৩০) ও রাজেন কুমার ঝা (২৪)।

সুরেশের বাবা ছত্রপতি ঠাকুর কলকাতার নিমতলা মহাশ্মশানের প্রধান পুরোহিত। দুর্গাপুরে সুরেশের মামা বাড়ি ও শ্বশুরবাড়ি। কয়েকদিন আগে সুরেশ দুর্গাপুরে আসে। রবিবার ভোরে মামাতো ভাই রাজেনকে সঙ্গে করে বাইকে কলকাতা ফিরছিল। গলসির বেলগ্রামের কাছে জাতীয় সড়কে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারলে দুই ভাই রাস্তায় ছিটকে পড়ে। এই সময় একটি দ্রুতগামী গাড়ি যাওয়ার সময় দুই ভাইকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই ভাইয়ের। পুলিশ খবর পেয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠায়।

Like Us On Facebook