.

জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে ২ নম্বর জাতীয় সড়কে গলসি থানা এলাকায়। মৃত বাইক আরোহীর নাম শেখ নূর নবি(৩৩)। বর্ধমান শহরের বিসি রোড কালীতলা এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত যুবকের শ্বশুরবাড়ি গলসির সিমনোর গ্রামে। বৃহস্পতিবার রাতে তিনি সেখান থেকে বাইকে বর্ধমান ফিরছিলেন। জাতীয় সড়কে গলসি থানা এলাকায় একটি গাড়ি শেখ নূরের বাইকে ধাক্কা মেরে পালিয়ে যায়। স্থানীয় মানুষজন তাঁকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

Like Us On Facebook