জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। সকালে বাড়ি থেকে মোটরবাইক নিয়ে মাথায় হেলমেট পরে বর্ধমানের উদ্দেশ্যে বেরিয়ে ছিলেন অনিন্দ্য গণ। বাড়ি পূর্ব বর্ধমানের মেমারির পালসিটে। অনিন্দ্য গণ জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ায় কর্মরত ছিলেন।
জানা গেছে, উচ্চ শিক্ষার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট এমবিএ কোর্স করছিলেন অনিন্দ্য। রবিবার ২ নম্বর জাতীয় সড়ক ধরে বর্ধমানের দিকে যাওয়ার সময় পালসিট ওভার ব্রিজের উপর হেলমেট ভাঙ্গা, রক্তাক্ত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিলে পুলিশ গুরুতর জখম অনিন্দ্যকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালের ট্রমা সেন্টারে নিয়ে আসে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
Like Us On Facebook