রবিবার গভীর রাতে আসানসোলের কাঁকরসোল এলাকায় একটি বাইকের সঙ্গে একটি এসইউভি’র মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই বাইক আরোহীর। মৃত দুই যুবকের নাম আফতাব আনসারি (৩২) ও মহম্মদ সাদ্দাম (৩৩)। নিয়ামাতপুর অঞ্চলের সওদাগর মহল্লার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে ওই দুই যুবক দ্রুত গতিতে বাইক চালিয়ে আসছিলেন। সেইসময় কাঁকরসোল এলাকায় তাঁদের বাইকের সঙ্গে একটি এসইউভি’র মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই যুবকের। খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ দুটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি পালিয়ে যেতে সক্ষম হয়।
Like Us On Facebook