গত প্রায় ৪ মাসে পূর্ব বর্ধমান জেলা জুড়ে লাগাতার মোটর বাইক চুরির ঘটনায় জেলা পুলিশ ৪টি বড় চক্রের সদস্যদের গ্রেফতার করতে সক্ষম হল। এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে প্রায় ১১০টি চোরাই মোটরবাইক এবং গ্রেফাতার করা হয়েছে ৪টি গ্যাংয়ের মোট ১২ জনকে। মঙ্গলবার গোটা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও পালিত হল পুলিশ দিবস। এদিন বর্ধমান পুলিশ লাইনে পুলিশ দিবস উপলক্ষে ২টি পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় এদিন জানিয়েছেন, গত ৪ মাস ধরে পূর্ব বর্ধমান জেলা এবং পাশ্ববর্তী জেলাগুলিতে বেশ কিছু মোটর বাইক চুরির চক্র কাজ করছিল। জেলা পুলিশ লাগাতার অভিযান চালিয়ে এই মোটর বাইকগুলি উদ্ধার করেছে। এদিন এই চুরি যাওয়া মোটর বাইকের মধ্যে ২৯টি মোটর বাইক মালিকের হাতে তুলেও দেওয়া হয় আদালতের নির্দেশে। জেলা পুলিশ সুপার জানিয়েছেন, এদিন মোট ৩০ জন মালিকের হাতেই তাঁদের মোটর বাইকগুলি তুলে দেওয়ার কথা থাকলেও একজন আসতে পারেননি। তিনি জানিয়েছেন, বাকি ৮০টি মোটর বাইকের মধ্যে পার্শ্ববর্তী জেলারও কিছু মোটর বাইক রয়েছে। সেগুলি আইন মেনে অন্য জেলার হাতে তুলে দেওয়া হবে। একইসঙ্গে জেলার বাকি বাইকগুলিও মালিকের হাতে ধাপে ধাপে তুলে দেওয়া হবে।