ভিন রাজ্যে এক নাবালিকাকে অপহরণ করার অভিযোগে মোবাইলের সূত্র ধরে পানাগড় গ্রাম থেকে বিহার পুলিশ গ্রেপ্তার করল সন্তোষ তেওয়ারি নামে এক যুবককে। সোমবার নিজেদের হেফাজতে নিতে বিহার পুলিশ গ্রেপ্তার করা আসামিকে দুর্গাপুর আদালতে তুলল।
বিহারের লাকরি নাকভিগঞ্জ এলাকার বাসিন্দা ওই যুবক বীরেন্দ্র মিশ্র নামে এক ব্যাক্তির নাবালিকা কন্যাকে ১৬ ডিসেম্বর মাঝ রাতে বাড়ি থেকে অপহরণ করে ফেরার হয়ে যায় বলে অভিযোগ। মেয়ের খোঁজ না পেয়ে বীরেন্দ্র মিশ্র স্থানীয় থানার শরণাপন্ন হন। জানা গেছে, বীরেন্দ্রবাবুর পরিবার অমৃতসরে থাকেন। কেবল এক মেয়েকে নিয়ে বীরেন্দ্র মিশ্র বিহারে থাকতেন। বিহার পুলিশ সন্তোষকে ধরতে ব্যাপক তল্লাশি শুরু করে বিহারে। সুযোগ বুঝে সন্তোষ পানাগড় গ্রামে এসে উঠলে বিহার পুলিশ সন্তোষের মোবাইলের সূত্র ধরে সন্তোষকে সোমবার ধরে ফেলে। নাবালিকাকে উদ্ধারের জন্য সোমবার বিহার পুলিশ সন্তোষকে নিজেদের হেপাজতে নিতে দুর্গাপুর আদালতে তোলে।