১৫ আগস্ট বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে নাকা চেকিংয়ের সময় ধৃত মাওবাদী জিতেন্দ্র সিং ওরফে টাইগার ও তার সঙ্গী হরেরাম পাসোয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য শনিবার বিহারের ঔরঙ্গাবাদ জেলা থেকে এসপি’র নেতৃত্বে একটি দল পৌঁছায় আসানসোলের কুলটিতে৷

এদিন ঔরঙ্গাবাদ জেলার এসপি বলেন, ধৃত টাইগারের নামে ঔরঙ্গাবাদ জেলায় রাষ্ট্রদ্রোহিতা, নাশকতা সহ বিভিন্ন ঘটনায় ২৯টিরও বেশী অভিযোগ দায়ের আছে৷ দীর্ঘদিন ধরে তার সন্ধানে ছিল পুলিশ৷ তদন্ত ও জিজ্ঞাসাবাদের কারণে তাঁরা আসানসোলে এসেছেন বলে জানান৷ বর্তমানে তাঁরা টাইগার ও তার সঙ্গী হরেরামকে রিমান্ডে নিতে আসানসোল কোর্টে আপিল করেছেন বলে জানান তিনি৷

Like Us On Facebook