চন্দ্রবোড়ার আতঙ্ক এবার খোদ পূর্ব বর্ধমানের জেলাশাসকের বাংলোয়। পূর্ব বর্ধমান জেলাশাসকের বাংলো থেকেই উদ্ধার হল বিশালাকৃতি একটি চন্দ্রবোড়া সাপ। শনিবার বাংলোর কর্মীরা স্টোর রুমে কাজ করার সময় হঠাৎই লক্ষ্য করেন সাপের উপস্থিতি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বনবিভাগে। বনদফতরের কর্মীরা ডিএম বাংলোয় এসে বেশ কিছুক্ষণের চেষ্টায় সাপটিকে বাক্স বন্দি করে নিয়ে যায়। প্রসঙ্গতঃ গত প্রায় এক বছর ধরেই বর্ধমান শহর এবং সংলগ্ন এলাকায় কয়েকশো বিষধর সাপ উদ্ধার করেছে বনবিভাগের কর্মীরা। সাপের উপদ্রব ইদানিং বেড়ে যাওয়ায় খোদ বনবিভাগও উদ্বিগ্ন।
Like Us On Facebook