সরকারি উদ্যোগে পূর্ব বর্ধমান জেলা বইমেলা এবার অনুষ্ঠিত হবে বর্ধমানের মেমারি থানার সাতগেছিয়ায়। এই খবর জানিয়েছেন, রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। শনিবার মেমারি ২ বিডিও অফিসে এই বইমেলা নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
গ্রন্থাগার মন্ত্রী জানিয়েছেন, বইমেলাকে সফল করতে একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ১২ ডিসেম্বর থেকে সাতগেছিয়া স্পোর্টিং ক্লাবের মাঠে এই বইমেলা অনুষ্ঠিত হবে। তিনি আরও জানিয়েছেন, এবারে বইমেলার থিম করা হয়েছে – ‘মোদের গরব মোদের আশা, আ-মরি বাংলা ভাষা’। এদিন সিদ্দিকুল্লাহ চৌধুরী জানিয়েছেন, বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা ক্রমশই নেটমুখী হয়ে উঠছেন। কিন্তু বইয়ের কোন বিকল্প হতে পারে না। বই পড়ার অভ্যাসকে আরও বাড়িয়ে তুলতে তাই এই ধরণের বইমেলাগুলির গুরুত্ব রয়েছে।
Like Us On Facebook