হিন্দুস্থান আর্ট এন্ড মিউজিক সোসাইটি ও অন্তরা সঙ্গীত বিদ্যালয়ের উদ্যোগে আগামী ২৪ ডিসেম্বর থেকে বর্ধমান টাউন হল ময়দানে শুরু হচ্ছে ‘ভারত সংস্কৃতি উৎসব’। এই উৎসব চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে ভারত সংস্কৃতি উৎসব কমিটির সম্পাদক প্রসেনজিৎ পোদ্দার একথা জানান। তিনি আরও জানান ২৪ ডিসেম্বর ভারত সংস্কৃতি উৎসবের উদ্বোধন করবেন গোলপার্কের রামকৃষ্ণ মিশন ইনষ্টিটিউট অব কালচারের স্বামী প্রজ্ঞাত্মানন্দ মহারাজ। এবার উৎসবের বাজেট ১২ লক্ষ টাকা। রাজ্য থেকে প্রায় ১৮৭২ জন এবং ভিনরাজ্য থেকে ৯২ জন প্রতিযোগী বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেবেন। এছাড়াও বিদেশের শিল্পীরাও উপস্থিত থাকবেন ভারত সংস্কৃতি উৎসবে। উৎসবের শেষ দিন ৩১ ডিসেম্বর সকাল ৯ টায় টাউন হল থেকে ‘বিশ্ববাংলা সংস্কৃতি পদযাত্রা’ বের হবে। সারা বিশ্ব হতে আগত শিল্পী, প্রতিযোগী, সাহিত্যিক ও খেলোয়াড় সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষজন পদযাত্রায় পা মেলাবেন।