মঙ্গলবার সকালে আসানসোলের কোর্ট বাজার এলাকায় একটি পাথর বোঝাই ট্র্যাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি বাইক ও এক ভিখারিকে ধাক্কা মারলে ওই ভিখারি গুরুতর জখম হন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়৷

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে পাথর বোঝাই করে একটি ট্র্যাক্টর কোর্ট বাজারের দিকে আসছিল। সেই সময় বাজার এলাকায় ট্র্যাক্টরটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাইকে ধাক্কা মারে তারপর এক ভিখারিকে চাপা দিয়ে দাঁড়িয়ে যায়। স্থানীয় মানুষজন জখম ভিখারিকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করেন। কোর্ট বাজার এলাকার সংকীর্ণ রাস্তায় নিত্যদিন যানজট এবং দুর্ঘটনা ঘটতে থাকার অভিযোগে স্থানীয়রা এদিন কোর্ট বাজার এলাকায় পথ অবরোধ করেন। এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর আসানসোল দক্ষিণ থানার পুলিশ এসে অবরোধকারীদের আশ্বস্ত করলে অবরোধ উঠে যায়।

Like Us On Facebook