বড়সড় রেল দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন শতাধিক রেলযাত্রী। শুক্রবার দুপুর প্রায় সাড়ে বারোটা নাগাদ বর্ধমান কর্ড লাইনের মশাগ্রাম থেকে বাঁকুড়াগামী বিডিআর রেল লাইনে ঘটে এই দুর্ঘটনা। জানা গেছে, মাঠনসীপুর এবং বোগড়া স্টেশনের মাঝে আচমকাই ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এই ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।

ট্রেনের যাত্রী তথা আইনজীবী সেখ জসিমুদ্দিন আহমেদ জানিয়েছেন, মশাগ্রাম স্টেশন ছেড়ে আসার পর দুটি ব্রিজ পার হওয়ার পর ট্রেন থেকে একটি বিকট আওয়াজ বের হতে থাকে। এই অবস্থাতেই ট্রেনটি বেশ কিছুটা যায়। তারপর বিরাট ঝাঁকুনি দিয়ে থেমে যায় ট্রেনটি। আতঙ্কে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। একেবারে মাঠের মাঝখানে ট্রেনের এই অবস্থায় রীতিমত অসহায় অবস্থার মধ্যে পড়েন যাত্রীরা। পানীয় জল এবং খাবার নিয়ে সমস্যা দেখা দেয়।

ট্রেনের গার্ড ও চালক যাত্রীদের জানান, তাঁরা খবর পাঠিয়েছেন, প্রায় ঘণ্টা চারেক সময় লাগবে ট্রেনের বগিকে ফের লাইনে তুলতে। এই অবস্থায় যাত্রীরা মাঠের মাঝ বরাবার সড়কপথের দিকে এগোতে থাকেন বিকল্প যানের লক্ষ্যে। জানা গেছে, এই ঘটনায় ৩জন যাত্রী আহত হন। তাদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় তাদের।

Like Us On Facebook