বর্ধমানের মেমারি থানার কুচুট বসতপুর এলাকায় গাছে যুগলকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে শুক্রবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম গনেশ মাল(৩০) ও যুবতীর নাম মায়া মাল(২০)। দুজনে বাড়ি যথাক্রমে চাকুন্দি ও শালিগ্রাম এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে একে অপরকে আলিঙ্গনরত অবস্থায় একটি গাছে ঝুলতে দেখেন এলাকায় বাসিন্দারা। এরপরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। কি কারণে মৃত্যু পুলিস খতিয়ে দেখছে। এলাকার বাসিন্দাদের ধারণা প্রণয় ঘটিত কারণে আত্মঘাতী হয়েছে যুগল।
Like Us On Facebook