বিজেপির বর্ধমান সদর জেলা প্রশিক্ষণ বৈঠক অনুষ্ঠিত হল পানাগড় বাজার কমিউনিটি হলে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বসিরহাটের প্রাক্তন বিধায়ক শমীক ভট্টাচার্য্য, বিজেপি নেতা অঞ্জন মুখার্জি, রাজ্য ও জেলা কমিটির সদস্যরা ছাড়াও বর্ধমান জেলার ৪১টি মন্ডল থেকে তিনজন করে প্রতিনিধিরা।
এদিন শমীক ভট্টাচার্য্য লোকসভা নির্বাচনকে সামনে রেখে কর্মীদের মনোবল বাড়িয়ে কি ভাবে আগামী দিনে নির্বাচনে জেতা যায় তার রণকৌশল ঠিক করে দেন। বুথস্তর পর্যন্ত সংগঠনকে চাঙা করতে বিভিন্ন নির্দেশ দিয়ে যান তিনি। পাশাপাশি সমস্ত কর্মসূচি পালন করার সাথে সাথে আরও বেশি করে জনসংযোগ বাড়ানোর কথাও বলেন। এছাড়া যে এনআরসি নিয়ে সারা দেশ তোলপাড় সেই এনআরসি নিয়েও বিস্তারিত আলোচনা করেন কর্মীদের সাথে।
Like Us On Facebook