গোলাপ, মিষ্টি, চকোলেট দেওয়ার পর এবার আবির মাখানো হল হেলমেট বিহীন বাইক চালকদের। ট্রাফিক সচেতনতায় দোল উৎসবকে এভাবেই ব্যবহার করলেন বর্ধমান ট্রাফিক পুলিশ। মঙ্গলবার বর্ধমানের কার্জনগেট, বীরহাটা সহ জিটি রোডের বিভিন্ন মোড়ে আবির হাতে দাঁড়িয়ে ছিলেন ট্রাফিক পুলিশ কর্মীরা। হেলমেট না পরা বাইক আরোহীদের আবির মাখালেন মনের সুখে। ছিল মিষ্টিমুখের ব্যবস্থাও। সেইসঙ্গে আদায় করা হল জরিমানাও। আবির মাখা থেকে বাদ গেলেন না হেলমেট বিহীন শিক্ষক শিক্ষিকারাও।

সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির অঙ্গ হিসাবে মঙ্গলবার অভিনব উদ্যোগ নিল বর্ধমান ট্রাফিক পুলিশ। এদিন বর্ধমানের বীরহাটা, কার্জনগেট এলাকায় যে সমস্ত মোটরবাইক আরোহী হেলমেট ছাড়া গাড়ি চালিয়েছেন তাঁদেরই আটকে আবির মাখিয়ে দিয়েছেন ট্রাফিক পুলিশ কর্মীরা। একইসঙ্গে তাঁদের কাছ থেকে ১০০ টাকা করে জরিমানাও আদায় করা হয়েছে। খাওয়ানো হয়েছে মিষ্টিও। উল্লেখ্য, এর আগেও হেলমেটহীন বাইক চালকদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে গান্ধীগিরী করেছে ট্রাফিক পুলিশ কর্মীরা। এদিনের অভিযানে হাজির ছিলেন ওসি ট্রাফিক চিন্ময় ব্যানার্জী। যদিও আবির মাখানো নিয়ে আপত্তিও তুলেছেন কয়েকজন মোটরবাইক চালক। কিন্তু কার্যত তাঁদের আপত্তি ধোপে টেকেনি। আবির মাখিয়েই তাঁদের ছাড়া হয়েছে।


Like Us On Facebook