উত্তর ভারত ঘুরতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল পূর্ব বর্ধমানের একটি পর্যটক দল। জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পূর্ব বর্ধমানের ২ পর্যটকের। জখম হয়েছেন ২৪ জন। মৃতরা হলেন খণ্ডঘোষের তোড়কোণা গ্রামের মালতি কুণ্ডু (৫৭) ও গলসি থানার ইরকোনা গ্রামের স্মৃতিকা হাজরা (৫৫)। শুক্রবার বিমানে মৃতদেহ আনার প্রক্রিয়া শুরু হয়েছে। শনিবার মৃতদেহ বাড়িতে আসতে পারে বলে পরিবার সূত্রে জানা গেছে। ঘটনায় শোকের পরিবেশ খন্ডঘোষের তোড়কোণা ও গলসির ইরকোনা গ্রামে।
স্থানীয় ও মৃতাদের পরিবার সূত্রে জানা গেছে, গত ১৩ মার্চ বর্ধমান থেকে পর্যটকদের নিয়ে একটি বাস উত্তর ভারত রওনা হয়। ৬০ জনেরও বেশি পর্যটক ছিলেন এই দলে। খণ্ডঘোষ, গলসি সহ বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা ওই বাসে ভ্রমণে গিয়েছিলেন। বিহার, উত্তর প্রদেশ, হরিয়ানার বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরে গত মঙ্গলবার পর্যটক দলটি শ্রীনগরে পৌঁছয়। পরেরদিন তাঁরা শ্রীনগরের বিভিন্ন পর্যটনস্থল ঘুরতে বেরিয়েছিলেন। বৃহস্পতিবারও সাইট সিন-এ বের হন পর্যটকদের অনেকে। স্থানীয় দুটি ট্রাভেলার গাড়ি নিয়ে ঘোরেন পর্যটকরা। শোনমার্গ থেকে ফেরার পথে শ্রীনগর-লেহ হাইওয়েতে গন্দারবাল জেলার কুরয়ান এলাকায় পর্যটকদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গাড়ির সকল যাত্রীই জখম হয়। স্থানীয় বাসিন্দা, পুলিশ ও সেনা জওয়ানরা মিলে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই দুই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন।