স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুযায়ী শুক্রবার থেকে কাঁকসার বিদ্যালয়গুলিতে শুরু হল ১২ থেকে ১৮ বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া। শুক্রবার সকাল থেকে ভ্যাকসিন নেওয়ার জন্য ১২ থেকে ১৮ বছর বয়সী ছাত্র-ছাত্রীরা বিদ্যালয় প্রাঙ্গণে ভিড় জমায়। শুক্রবার কাঁকসা উচ্চ বিদ্যালয়ের ৩৫০ জনকে Corbevax টিকার প্রথম ডোজ দেওয়া হয়। কাঁকসা উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি পল্লব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ছাত্র-ছাত্রীদের ভ্যাকসিন দেওয়ার ফলে অনেকটাই সুবিধা হবে ছাত্র-ছাত্রীদের এবং অভিভাবকদের। কারণ ইতিমধ্যেই বিদ্যালয়ের পঠনপাঠন শুরু হয়ে গেছে। যে সমস্ত ছাত্র-ছাত্রীদের এখনও পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয়নি। আজ থেকে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ায় ছাত্র-ছাত্রীরা নিশ্চিন্তে নির্ভয়ে বিদ্যালয়ে প্রবেশ করে পঠন-পাঠন শুরু করতে পারবে।

কাঁকসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জল নন্দী জানিয়েছেন, ৩৫০ জনকে ভ্যাকসিন দেওয়া হয়। ভ্যাকসিন দেওয়ার ফলে বিদ্যালয়ের পঠনপাঠনে আরও জোর বাড়বে। পাশপাশি অভিভাবকেরাও যেমন নিশ্চিন্তে থাকবেন ছাত্র-ছাত্রীরাও নিশ্চিন্তে পড়াশোনা করতে পারবেন। পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ ডক্টর বিপ্লব মন্ডল জানিয়েছেন, ব্লক জুড়ে ১০টি বিদ্যালয়ে ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রায় ৩৭০০ জনকে টিকা দেওয়া হয়। ধারাবাহিকভাবে আগামীদিনে অন্যান্য বিদ্যালয়ে ভ্যাকসিন দেওয়া হবে।

Like Us On Facebook