আগামী ২৬ অক্টোবর বর্ধমানে অনুষ্ঠিত হবে দুর্গা কার্নিভ্যাল। বুধবার সংস্কৃতি লোকমঞ্চে প্রশাসনিক আধিকারিক সহ বর্ধমান শহর ও শহরতলির পুজো কমিটির পদাধিকারীদের নিয়ে আয়োজিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হল। সভায় উপস্থিত ছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি, পুলিশ সুপার আমনদীপ, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, পৌরপ্রধান পরেশ চন্দ্র সরকার, বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী, এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ববৃন্দ এবং শহরের নানান দুর্গাপুজো কমিটিগুলির পদাধিকারীরা।

গতবছর থেকে বর্ধমানেও শুরু হয়েছে দুর্গাপুজো কার্নিভ্যাল বা ‘মা কার্নিভ্যাল’। কার্নিভ্যালে গতবছর ৩টি বড় গাড়ি এবং ২টি ছোট গাড়ি ব্যবহার করার অনুমতি দেওয়া হলেও এবারে ২টি বড় গাড়ি এবং ৩টি ছোট গাড়ি ব্যবহার করার অনুমতি দেওয়া হল। শোভাযাত্রায় ব্যবহৃত মডেল সহ আনুষাঙ্গিক বিষয়ের উচ্চতা ১৮ ফুটের মধ্যে রাখতে হবে। ওইদিন বর্ধমানের পুলিশ লাইন থেকে গোলাপবাগ মোড় পর্যন্ত সম্পূর্ণ রাস্তা নো-এন্ট্রি থাকবে। মোটরবাইকও চালানো যাবেনা বলে এদিন সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শোভাযাত্রায় ডিজে এবং বাজি নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার থেকেই বিধায়ক জনসেবা কেন্দ্র থেকে কার্নিভ্যালের অংশগ্রহণের জন্য ফর্ম দেওয়া শুরু হচ্ছে বলে জানিয়েছেন বিধায়ক খোকন দাস। তিনি জানিয়েছেন, গতবছর ৩৫টি পুজো কমিটি কার্নিভ্যালে অংশ নেওয়ার জন্য আবেদন করলেও শেষ পর্যন্ত ৩২টি পুজো কমিটি অংশ নেয়। এবারে তাঁরা আরও বড় আকারে করতে চাইছেন। তাই কেবলমাত্র শহর নয়, শহর লাগোয়া পুজো কমিটিগুলিকেও তাঁরা আমন্ত্রণ জানিয়েছেন।

Like Us On Facebook