জাতীয় সড়কে বেপরোয়া গতিতে বাইক চালানোর অভিযোগে বর্ধমান থানার পুলিশ আটক করল ৩৮টি বাইক। বাইকের কাগজপত্র বাজেয়াপ্ত করে জরিমানা করা হয়েছে। জাতীয় সড়কে ‘স্পিড বাইকিং’ বন্ধ করতে রবিবার সকালে স্পিডগান নিয়ে বর্ধমানের উল্লাস মোড়ে অভিযানে নামে বর্ধমান থানার পুলিশ।

জাতীয় সড়কে বেপরোয়া গতিতে বাইক চালানোয় মাঝেমধ্যেই প্রাণহানির ঘটনা ঘটছে। সেফ ড্রাইভ সেভ লাইভ প্রচারকে থোড়াই কেয়ার। গতির নেশায় বুঁদ কিছু তরুণ। তারই মধ্যে চলছে নানান স্টান্টবাজি। কলকাতা, হাওড়া, বর্ধমানের সঙ্গে সামিল আসানসোল, ধানবাদ। সেই গতির নেশায় রেশ টানতে উদ্যোগী হল বর্ধমান জেলা পুলিশ। বর্ধমানের উল্লাস মোড়ে ২ নম্বর জাতীয় সড়কে সেই গতির খেলায় রাশ টানতে রবিবার ফাঁদ পেতেছিল পুলিশ। তাতে আটক হল ৩৮ টি বাইক।

প্রতি রবিবার বর্ধমানের উল্লাস কিংবা শক্তিগড়ে জেলা এবং ভিন জেলার একদল তরুণ দামী বাইক নিয়ে হাজির হয়ে যায়। ঘন্টার পর ঘন্টা চলে স্পিড বাইকিং সঙ্গে নানান স্টান্ট। কলকাতা থেকে রাণীগঞ্জ, আসানসোল এবং বর্ধমানের একদল তরুণ রবিবার উল্লাসমোড়ে বাইক নিয়ে জড়ো হওয়া বাইকগুলিকে আটক করে। জরুরি কাগজ বাজেয়াপ্ত করার পাশাপাশি জরিমানাও করা হয়। ধারাবাহিকভাবে এই অভিযান চলবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার।


Like Us On Facebook