অবশেষে রবিবার দুপুরে ‌প্রায় ষাট ফুট উঁচু হাই ভোল্টেজ বিদ্যুতের টাওয়ার থেকে নীচে পুলিশের পাতা প্লাস্টিকের ত্রিপলে পা হড়কে পড়ে গেল অন্ডালের বাবুইসোলে বিদ্যুতের টাওয়ারে উঠে পড়া অজ্ঞাত পরিচয় যুবক। প্রায় ষাট ফুট উপর থেকে পুলিশের পাতা প্লাস্টিকের ত্রিপলে পড়ার সময় টাওয়ারে আঘাত লেগে ওই যুবক সামান্য আহত হয় বলে জানা গেছে। পুলিশ তড়িঘড়ি ওই যুবককে চিকিৎসার জন্য পুলিশের গাড়িতে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়।

শনিবার বিকেলে অজ্ঞাত পরিচয় ওই যুবক হাই ভোল্টেজ বিদ্যুতের টাওয়ারে উঠে পড়ে। বিষয়টি স্থানীয় মানুষের নজরে এলে পুলিশকে জানানো হয়। পুলিশ, বিদ্যুৎ দফতরে কর্মী ও দমকলের কর্মীরা শনিবার বিকেল থেকে রাতভর বহু চেষ্টা করেও ওই যুবকে বিদ্যুতের টাওয়ার থেকে নামাতে পারে নি। রাতে ওই যুবক গামছা দিয়ে নিজেকে টাওয়ারের সঙ্গে বেঁধে বহাল তবিয়তে রাত্রি যাপন করে হাই টেনশন টাওয়ারের উপর। টাওয়ারের নীচে স্থানীয় মানুষ সহ পুলিশ, দমকল, বিদ্যুৎ দপ্তরের কর্মীরা বিনিদ্র রাত কাটায়।

রবিবার সকাল থেকেই ফের ওই যুবককে টাওয়ার থেকে নামানোর জোর তৎপরতা শুরু করে পুলিশ ও দমকল। টাওয়ারের একদিক দিয়ে গুটি গুটি পায়ে দমকলের কর্মীরা টাওয়ারে উঠতে থাকে অপর দিকে কড়া নজরদারি চলে। টাওয়ারের নিচে প্লাস্টিকের ত্রিপল ধরে রাখা হয়। দমকল কর্মীদের টাওয়ার উঠতে দেখে ওই যুবক টাওয়ারের আরও উপরে চড়তে গিয়ে পা হড়কে টাওয়ারের নীচে ধরে থাকা প্লাস্টিকের উপর পড়ে যায়। এরপর পুলিশ তড়িঘড়ি ওই যুবককে চিকিৎসার জন্য দুর্গাপুর মহাকুমা হাসপাতালে নিয়ে যায়।

অসমর্থিত সূত্রের খবর, ওই যুবকের নাম রাজু সিনহা। আসামের রাওতা থানার অন্তর্গত নেপালি গ্রামের বাসিন্দা। এক ঠিকাদার ও সহকর্মীদের সঙ্গে ট্রেনে করে আসাম থেকে আসছিল। ঠিকাদারের সঙ্গে ট্রেনে মনোমালিন্য হওয়ায় রাজু সিনহা ট্রেন থেকে অন্ডাল স্টেশনে নেমে পড়ে। এরপর হাঁটতে হাঁটতে বাবুইসোল গ্রামে এলে রাজু তার দুর্দশার কথা গ্রামের মানুষদের জানায় বলে জানা গেছে। গ্রামের মানুষও ভিন রাজ্যের অপরিচিত যুবকের করুণ কাহিনী শুনে শনিবার দুপুরে রাজু সিনহাকে খেতে দেয় এবং বাড়ি ফেরার ট্রেনের টিকিটও কেটে দেয় বলে দাবি। এরপরেই হঠাৎ করে রাজু সকলকে চমকে দিয়ে গ্রামের বুক চিরে চলে যাওয়া হাই ভোল্টেজ বিদ্যুতের টাওয়ারে উঠে পড়ে। খবর সংগ্রহ করা পর্যন্ত রাজু সিনহা তার টাওয়ারে উঠে পড়ার কারণ বিশদে পুলিশকে জানায়নি বলে জানা গেছে।

Like Us On Facebook