একদিকে চলল হোমযজ্ঞ ও মন্ত্রপাঠ আর অন্যদিকে তার সঙ্গেই তাল মিলিয়ে চলল কোরাণ পাঠ। সম্প্রীতির এক অন্য ছবি। এই ভাবেই কাশ্মীরের পুলওয়ামায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো বর্ধমানের মইনুদ্দিন মেমোরিয়াল ক্লাব ও ভারত মাতা সংঘ। বর্ধমান স্টেশন চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বর্ধমানের শহরের অসংখ্য নাগরিকগণ। এই ভাবেই সম্প্রীতির মেলবন্ধনের মধ্য দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো হয়।
এদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কুশপুতুলও দাহ করা হয়। বীর শহিদদের স্মৃতির উদ্দেশ্যে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। কর্মসূচির অন্যতম উদ্যোক্তা ইফতিকার আহমেদ জানান, পাকিস্তানের তরফে বারংবার এই ধরনের ঘৃণ্য আক্রমণের জোরালো জবাব দিক ভারত। পাশাপাশি বাজেপ্রতাপপুর মিলন উৎসব পৌষালীর পক্ষ থেকেও শহীদদের স্মৃতির উদ্দ্যেশে এদিন একটি মোমবাতি মিছিলের আয়োজন করা হয়। মোমবাতি মিছিল আয়োজন করা হয় বর্ধমান বিশ্ববিদ্যালয়, মাইনরিটি হস্টেল, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, জেলা সিপিএমমের তরফেও।