বুধবার থেকে বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে শুরু হচ্ছে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে নৃত্য উৎসব। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে বিধায়ক জানিয়েছেন, ২০ থেকে ২৬ সেপ্টেম্বর হবে এই উৎসব। বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রিক ১০৯ টি স্কুল এই উৎসবে যোগ দিচ্ছে। মোট ২০০০ শিল্পী নৃত্য পরিবেশন করবেন। বুধবার এই উৎসবের উদ্বোধন করবেন অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত। প্রতিদিন স্থানীয় শিল্পীদের নৃত্যের পর খ্যাতনামা শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন। উদ্বোধনের দিন ইন্দ্রাণী দত্তের গ্রুপ নৃত্য পরিবেশন করবে। বৃহস্পতিবার আসছেন কোহিনূর সেন বরাট, শুক্রবার শ্বেতা ভট্টাচার্য, শনিবার দেবলীনা কুমার, রবিবার মানালী দে, সোমবার সোনালী চৌধুরী এবং শেষ দিন মঙ্গলবার নৃত্য পরিবেশন করবে ড্যান্স বাংলা ড্যান্স-এর কয়েকজন শিল্পী। প্রতিদিনই এই উৎসবে উপস্থিত থাকবেন কোরিয়গ্রাফার সৌরভ চন্দা।

বিধায়ক জানিয়েছেন, এই উৎসবে বর্ধমানের ৫ জন শিল্পীকে সম্বর্ধনা দেওয়া হবে। তিনি জানিয়েছেন, অংশগ্রহণকারী ১০৯ টি স্কুলকে ১ হাজার টাকা করে অনুদান তথা উৎসাহ ভাতা দেওয়া হবে। একই সঙ্গে বেশ কয়েকজন দুঃস্থ শিল্পীকে আর্থিক সহযোগিতাও করা হবে। খোকন দাস জানিয়েছেন, বর্ধমানে এই ধরণের নৃত্য উৎসব করার জন্য বিভিন্ন দিক থেকে আবেদন আসছিল। এর ফলে বর্ধমানের শিল্পীরা বাড়তি উৎসাহ পাবেন।

Like Us On Facebook