ফাইল চিত্র

.

৪১ তম বর্ধমান বইমেলা শুরু হবে ১১ জানুয়ারি। বর্ধমান শহরের উৎসব ময়দানে আয়োজিত হবে বর্ধমান বইমেলা। জানা গেছে এবার মেলার উদ্বোধন করবেন বিশিষ্ট সাহিত্যিক সুবোধ সরকার। বর্ধমান অভিযান গোষ্ঠী পরিচালিত বইমেলায় শতাধিক স্টল হবে বলে দাবি উদ্যোক্তাদের। বিভিন্ন প্রকাশনা সংস্থা তাদের প্রকাশিত বই-এর সম্ভার নিয়ে হাজির থাকবে বইমেলায়। প্রতিদিন সন্ধ্যায় বইমেলার মাঠে সঙ্গীত, আবৃত্তি, নৃত্যানুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়াও আবৃত্তি, বিতর্ক, তাৎক্ষণিক বক্তৃতা, ক্যুইজ, যেমন খুশি সাজো সহ বিভিন্ন প্রতিযোগিতারও আয়োজন করা হবে মেলার মাঠে।

Like Us On Facebook