এবারের মাধ্যমিকে বর্ধমান বিদ্যার্থী গার্লস ভবন হাইস্কুলের দুই ছাত্রী ষষ্ঠ ও অষ্টম হওয়ায় স্কুলের ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস। স্কুলের ছাত্রী সাহিত্যিকা ঘোষ ৬৮৫ নম্বর পেয়ে ষষ্ঠ হয়েছে এবং অয়ন্তিকা মাঝি ৬৮৩ নম্বর পেয়ে অষ্টম স্থান পেয়েছে।

সাহিত্যিকা জানিয়েছে, সে অবসর সময়ে গোয়েন্দা গল্পের বই পড়তে ও গান শুনতে পছন্দ করে। সাহিত্যিকার বাবা স্কুল শিক্ষক এবং মা নার্স। সাহিত্যিকা ভবিষ্যতে ডাক্তার হতে চায় বলে জানিয়েছে। অয়ন্তিকা জানিয়েছে, সে অবসর সময়ে সাহিত্যের বই পড়তে এবং গান গাইতে ভালোবাসে। ভবিষ্যতে অয়ন্তিকা ডাক্তার হতে চায়। অয়ন্তিকার বাবা চিকিৎসক এবং মা একটি স্বনির্ভর গোষ্ঠীতে কাজ করেন। কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশনের পুষ্কর ঘোষ ৬৮৩ পেয়ে অষ্টম স্থান লাভ করেছে। মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল ইনস্টিটিউশনের সৌম্যদীপ ঘোষ ৬৮১ নম্বর পেয়ে মাধ্যমিকে দশম স্থান লাভ করেছে।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

সাহিত্যিকা ঘোষ
অয়ন্তিকা মাঝি
পুষ্কর ঘোষ
সৌম্যদীপ ঘোষ
Like Us On Facebook