পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমান্তের বরাকর শহরের বরাকর বাসস্ট্যান্ডটি শহরের মধ্যে এবং আন্তঃরাজ্য যোগাযোগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। স্থানীয় সহ বহু দুরপাল্লার বাস এখান থেকে যায় আসে। প্রতিদিন হাজার হাজার যাত্রী ব্যবহার করেন এই বাসস্ট্যান্ডটি। দীর্ঘদিন ধরে যাত্রী স্বাচ্ছন্দ্যের ন্যূনতম পরিষেবাগুলির জন্য দাবি উঠছিল। সম্প্রতি বরাকর বাসস্ট্যান্ডটি সরকারি-বেসরকারি (পিপিপি মডেল) উদ্যোগে নতুন ভাবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে আসানসোল কর্পোরেশন। বুধবার আসানসোল কর্পোরেশনের মেয়র পারিষদ মীর হাসিম সহ কুলটি বোরোর চেয়ারম্যানরা বরাকর বাসস্ট্যান্ডটি পরিদর্শন করেন। বাসস্ট্যান্ডের ভিতরের দখলদারদের সরিয়ে এটিকে অত্যাধুনিক বাসস্ট্যান্ড হিসাবে গড়ে তোলার কথা ঘোষণা করেন মেয়র পারিষদ মীর হাসিম। তিনি জানান, খুব শীঘ্রই কাজ শুরু হবে।
Like Us On Facebook