বাংলাদেশের এক যুবতীকে গ্রেফতার করল কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। জানা গেছে, বুধবার সকালে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ লছিপুর এলাকায় অভিযান চালিয়ে ওই যুবতীকে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে বাংলাদেশি টাকা সহ বেশকিছু সামগ্রী উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের।

উল্লেখ্য, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ লছিপুর এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশি সন্দেহে তিন যুবককে গ্রেফতার করেছিল। ধৃত তিনজন যুবকের কাছ থেকে ভোটার কার্ড, আধার কার্ড সহ বেশকিছু নথিপত্র বাজেয়াপ্ত করে পুলিশ। সেগুলি জাল বলেই মনে করছে পুলিশ। ধৃত তিন যুবককে জেরা করেই ওই যুবতীর সন্ধান পায় পুলিশ। বেআইনি অনুপ্রবেশের অভিযোগে যুবতীকে গ্রেফতার করে পুলিশ। ধৃত যুবতীকে এদিন আসানসোল আদালতে তোলে পুলিশ।

Like Us On Facebook