সীতারামপুরে সংঘশ্রী ক্লাবের উদ্যোগে তিনদিনের নক আউট ব্যাডমিন্টন প্রতিযোগিতা রবিবার রাতে শেষ হল। আয়োজকরা জানান প্রতিযোগিতায় অংশ নেয় মাইথন, গিরিডি, ধানবাদ, সীতারামপুর, নিয়ামতপুর, আসানসোল, কলকাতার টিম। ডবলস বিভাগে ধানবাদের টিম আসানসোলের টিমকে হারিয়ে তাঁদের জয় সুনিশ্চিত করে। অন্যদিকে সিঙ্গলস বিভাগে আসানসোল ধানবাদকে হারিয়ে বিজয়ী হয়। প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান অভিষেক সিংহ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল চেম্বার অব কমার্সের নরেশ আগরওয়াল, নিয়ামতপুর থানার আইসি রাহুলদেব মন্ডল ও আসানসোল নগর নিগমের মীর হাসিম, বিজেপি নেতা বিবেকানন্দ ভট্টাচার্য্য প্রমুখ। এই প্রতিযোগিতার উদ্বোধন করেছিলেন আসানসোল নগর নিগমের অভিজিৎ ঘটক।