দুদিনের টানা বৃষ্টিতে শুক্রবার আসানসোলের সীতারামপুর ও কুলটির মাঝে রেল লাইনে ধস দেখা দিল। হাওড়া-নয়াদিল্লি গ্রান্ড কর্ড শাখায় চলাচল করা অধিকাংশ ট্রেন দুর্গাপুর, রানিগঞ্জ সহ বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে৷ যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চলছে। ঘুর পথে চলছে আপ লাইনের ট্রেন।

জানা গেছে, শুক্রবার সকালে রাজধানী এক্সপ্রেস পেরিয়ে যাওয়ার পরই আসানসোলের কুলটি ও সীতারামপুর স্টেশনের মাঝে একটি সেতুতে ধস নামে। খবর পেয়ে আসানসোল ডিভিশনের ডিআরএম সহ রেলের অন্যান্য আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে বহু দূরপাল্লার ট্রেন। ডাউন লাইনে ধীর গতিতে ট্রেন চললেও হাওড়া-নয়াদিল্লি গ্রান্ড কর্ড শাখার আপ লাইনের ট্রেন ঘুরপথে চলাচল করছে।

রেল সূত্রে জানা গেছে, এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ রেলের লাইন পর্যবেক্ষণকারী দলের দুই সদস্য প্রথম লক্ষ্য করেন সীতারামপুর ও কুলটির মাঝে একটি সেতুতে ধস নেমেছে। সঙ্গে সঙ্গে তাঁরা রেলের আধিকারিকদের খবর পাঠান। বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল। ঘটনাস্থলে পৌঁছন ডিআরএম পিকে মিশ্র সহ রেলের আধিকারিকরা। দ্রুত মেরামাতির কাজ শুরু করে দেন রেল কর্মীরা। মেরামতির জন্য রেল কর্তৃপক্ষ ৫ ওয়াগন স্লীপার, ১০ ওয়াগন বোল্ডার ও ২২ ওয়াগন স্টোন ডাস্ট ঘটনাস্থলে পাঠায়। ডাউন লাইনে ট্রেন চললেও আসানসোল-ধানবাদ লাইনের বিভিন্ন ট্রেন ঘুরপথে চলাচল করছে।


Like Us On Facebook