শনিবার আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় মনোনয়ন জমা দিলেন। এদিন দুপুর আড়াইটা নাগাদ জনপ্রিয় গায়ক তথা আসানসোল কেন্দ্রের বিদায়ী সাংসদ বাবুল সুপ্রিয় পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক শশাঙ্ক শেঠির কাছে মনোনয়ন দাখিল করেন।
এদিন মনোনয়ন দাখিলের আগে প্রচুর দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল করে আসেন বাবুল। তিনি একটি হুডখোলা জিপে চড়ে আসেন। গাঁদাফুলের মালায় সুসজ্জিত হুডখোলা জিপটি বাবুল নিজেই চালিয়ে নিয়ে আসেন। এদিন বাবুলের সঙ্গে ছিলেন তাঁর পরিবারের সদস্যরাও। এদিন মনোনয়ন জমা দিতে আসার মিছিলে বাবুলকে সঙ্গ দিতে দলীয় কর্মী সমর্থকরা ঢাক-ঢোল নিয়ে উৎসাহের সঙ্গে অংশ নেন। এদিন মনোনয়ন পর্বে ছেলেকে সঙ্গ দিতে আসা বাবুলের মা সুপ্রিয়া বড়াল বলেন, ‘আগেরবার বাবুল একজন সাধারণ প্রার্থী ছিল। তখনও মানুষের মধ্যে ওর প্রতি ভালোবাসা দেখেছিলাম। কিন্ত এবার ও একজন সাংসদ, দ্বিতীয়বারের জন্য মনোনয়ন জমা দেতে এসেছে। এদিন দেখলাম মানুষের মধ্যে উৎসাহ আগের থেকেও বেশি। এর থেকেই প্রমাণ হয় সাংসদ হিসেবে গত পাঁচ বছর বাবুল মানুষের জন্য ভালো কাজ করেছে। তবেই তো এত মানুষ ওর সঙ্গে আছে।’
দুই বর্ধমান জেলার খবরে আপডেটেড থাকতে আপনার ফেসবুকে ‘See First’ অ্যাক্টিভেট করুন