রবিবার আসানসোলের ভাঙা পাঁচিল এলাকায় উদ্বোধন হল রাজ্যের প্রথম প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্র। আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় এই বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রটির উদ্বোধন করেন। কেন্দ্রটির উদ্বোধন করে বাবুল সুপ্রিয় বলেন, ‘দেশে শিক্ষিত বেকারের সংখ্যা প্রচুর। আবার বিভিন্ন শিল্পে দক্ষ পেশাদারী কর্মীরও অভাব রয়েছে। এই কেন্দ্রের মাধ্যমে আসানসোলের যুব সমাজ নিজেদের পেশদারী দক্ষতার উন্নয়ন ঘটাতে পারবেন। এর ফলে দক্ষ কর্মী হিসাবে বিভিন্ন ক্ষেত্রে তারা নিযুক্ত হতে পারবেন।’
বৃত্তিমূলক শিক্ষা এবং পেশদারী ক্ষত্রে দক্ষতা উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার বিভিন্ন সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে দেশের সব জেলাতে একটি করে প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্র নামের প্রশিক্ষণ কেন্দ্র খুলবে। আসানসোলের কেন্দ্রটিতে ৩০০ জনকে বিভিন্ন বিভাগে প্রশিক্ষণ দেওয়া হবে। রিটেল সেলস অ্যাসোসিয়েট, অ্যাসিট্যান্ট ইলেকট্রিসিয়ান, অটোমোটিভ টেকনিসিয়ান, সিসিটিভি টেকনিসিয়ান ও ডাটা এন্ট্রি অপারেটরের প্রশিক্ষণ দেওয়া হবে।