মঙ্গলবার আসানসোলের শতাব্দী শিশু উদ্যান সংস্কারের পর জনসাধারণের জন্য খুলে দিতে নতুন করে উদ্বোধন করলেন আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। আসানসোলের প্রাণ কেন্দ্রে অবস্থিত এই শিশু উদ্যান তথা পার্কটি দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে ছিল৷ শেষে সাংসদের দেওয়া ৪৪ লক্ষ টাকা অনুদানে পার্কটিকে নতুন করে সংস্কার করে পূর্ব রেলের আসানসোল বিভাগ৷
এদিন নবরূপ পাওয়া শতাব্দী শিশু উদ্যানের উদ্বোধন করে বাবুল সপ্রিয় পার্কটির নতুন রূপ দেখে সন্তোষ প্রকাশ করেন। পার্কটিকে সুন্দর ভাবে সাজিয়ে তোলার জন্য তিনি রেলের আসানসোল বিভাগের কর্মীদের ভূয়সী প্রশংসা করেন। পার্কের জলাশয়টি সহ ফুডকোর্ট ও ক্যাফেটেরিয়া সুন্দর ভাবে সাজিয়ে তোলা এবং পুরো পার্কে এলইডি আলোর ব্যবস্থা দেখে খুশি বাবুল।
এদিন ডিআরএম পিকে মিশ্র বলেন, পার্কের মধ্যে গ্লেজড টাইলসের ২২টি বেঞ্চ, বেশ কিছু কংক্রীটের মডেল, বিশুদ্ধ ঠান্ডা পানীয় জল, পুরুষ ও মহিলাদের জন্য পৃথক অত্যাধুনিক শৌচাগার সহ নানান ব্যবস্থা রাখা হয়েছে।