.
রবিবার দুর্গাপুরের অন্ডালে হিন্দি হাইস্কুলে দুস্থদের বস্ত্র বিতরণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। বাবুল এদিন তাঁর নিজের গান গেয়ে উপার্জিত অর্থ দিয়ে দুস্থদের বস্ত্র দান করেন বলে দাবি করেন। রবিবার বাবুল সুপ্রিয় নিজের সংসদীয় এলাকায় এসে দুস্থদের শীতবস্ত্র বিতরণ করার সময় উপস্থিত সাংবাদিকরা কেন্দ্রীয় মন্ত্রী বাবুলকে শনিবার ব্রিগেডের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে দেশের বিভিন্ন দলের শীর্ষ নেতৃত্ব এসে কেন্দ্র থেকে বিজেপি হঠাও দেশ বাঁচাও স্লোগান তোলা প্রসঙ্গে প্রশ্ন করলে বাবুল উল্টে প্রশ্ন তোলেন বিরোধী মঞ্চের নেতা কে সেটাও জানতে চাইবে জনগণ।
Like Us On Facebook