দোলের দিন নিজের লোকসভা কেন্দ্রে বাসিন্দাদের সঙ্গে রঙের উৎসবে মাতলেন আসানসোলের বিদায়ী সাংসদ বাবুল সুপ্রিয়। এদিন বাবুলের উদ্যোগে আসানসোলের শতাব্দী পার্কে বসন্ত উৎসবের আয়োজন করা হয়। স্ত্রী-কন্যাকে নিয়ে বাবুল সুপ্রিয় ছাড়াও বিজেপির নেতা-কর্মীরা সহ উপস্থিত ছিলেন প্রচুর সাধারণ মানুষ। গান-বাজনা-রঙ-আবিরে জমে ওঠে দোল উৎসব, সাধারণ মানুষের সঙ্গে সপরিবারে বাবুল সুপ্রিয় রঙ খেলায় মেতে ওঠেন।
এদিন সন্ধ্যায় প্রত্যাশা মতোই ফের আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে বাবুল সুপ্রিয়র নাম ঘোষণা করল বিজেপি। বাবুলের নাম ঘোষিত হতেই বিজেপি কর্মীদের মধ্যে দেখা যায় প্রবল উৎসাহ। বাবুল আগের থেকেও বেশী ভোটে জিতবে বলে দাবি বিজেপি কর্মী-সমর্থকদের। আসানসোল কেন্দ্রে ইতিমধ্যেই তৃণমূল এবং বামফ্রন্ট নিজ নিজ প্রার্থী ঘোষণা করে প্রচারে নেমে পড়েছে জোর কদমে। বিজেপি প্রার্থীর নাম ঘোষণা না হওয়ায় কর্মীরা প্রচারে ঝাঁপাতে পারছিলেন না। ফের বাবুলের নাম ঘোষিত হতেই উৎসাহের সঙ্গে প্রচারে ঝাঁপাতে তৈরি হচ্ছেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি কর্মীরা।