দুর্গাপুর পৌরনির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারের দ্বিতীয় পর্বে এসে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় মানুষের মন জয় করতে বিভিন্ন ওয়ার্ডের রোড-শোর পাশাপাশি স্থানীয় চায়ের দোকানে অন্যান্য ক্রেতাদের মত চা খেলেন এবং স্থানীয় মাঠে যুবকদের সঙ্গে ক্রিকেট খেলে কৌশলে মানুষের মন জয় করে নেন। বৃস্পতিবার দুর্গাপুরের ২৮, ২৯, ৩০, ৪২, ৪৩ নং ওয়ার্ডে রোড-শো করেন আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী। এর মধ্যেই ৪০ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী ভরত শর্মার সমর্থনে ডিপিএল এলাকায় রোড-শোএ বাবুলের হুড খোলা জিপ ঢুকলে ভক্তরা বাবুলকে দেখতে ভিড় জমায়। বাবুলের মন ছুঁয়ে যায় জমায়েত ভক্তদের উন্মাদনা দেখে। এর পরই বাবুল ভিআইপির খোলস ছেড়ে সাধারণের মধ্যে মিশে একাকার হয়ে যান। চায়ের দোকানে চা পান থেকে স্থানীয় ডিপিএল মাঠে যুবকদের সঙ্গে খানিক ক্রিকেট খেলে মানুষের মন জয় করে নেন। বাবুল এদিন বিভিন্ন ওয়ার্ডে প্রচারে শাসকদলের যেমন কড়া সমালোচনা করেন তেমনই কন্যাশ্রী প্রকল্পের সাফল্য নিয়েও প্রংশসা করেন।

 

Like Us On Facebook