সোমবার আসানসোলের জামুড়িয়ায় কৃষকদের জন্য এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এই শিবির উদ্বোধন করেন আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। এই শিবির থেকে চাষিদের জমির মাটি পরীক্ষা করে তাঁদের জমিতে কী কী ফসল ভাল হবে তা জানান হবে বলে জানা গেছে। কৃষকদের কৃষি বিষয়ে সচেতন করার পাশাপাশি প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা বিষয়ে কৃষকদের অবগত করা হয়। এদিন বাবুল সুপ্রিয় অভিযোগ করেন, কেন্দ্রীয় কৃষি দপ্তরের এই শিবিরটি জামুড়িয়ার বাহাদুরপুরে হওয়ার কথা ছিল, কিন্তু স্থানীয় পঞ্চায়েত অনুমতি দেয়নি। ফলে শিবিরটি জামুড়িয়া বাজারের একটি ম্যারেজ হলে করতে হয়।
Like Us On Facebook