কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় তাঁর সহধর্মিনী ও কন্যাকে নিয়ে সোমবার ভোরে সূর্যদেবতার আরাধনার সময় আসানসোলের কয়েকটি ঘাট পরিদর্শন করেন। বাবুল ও তাঁর সহধর্মিনী রচনাকে ঘিরে ব্যাপক উৎসাহ ধরা পড়ল তাঁর নির্বাচনী কেন্দ্রে। বাবুলের সঙ্গে নিজস্বী তুলতে তাঁর গুণমুগ্ধরা ব্যস্ত হয়ে ওঠেন। বিয়ের পর এই প্রথম বাবুল তাঁর সহধর্মিনীকে নিয়ে আসানসোলে আসেন। নববধূকে দেখতে মহিলাদের ভীড় উপচে পড়ে।