বর্ষা ছাড়া বাকি সময়টা দামোদরের উপর বাঁশের সাঁকো বেঁধে চলে নদী পারাপার। দামোদরে জল বেড়েছে। সাঁকো এখন জলের তলায়। তাই ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার চলছে বর্ধমানে দামোদরের হিজলনা ঘাটে। সাইকেল, বাইক সবই নৌকায় তুলে চলছে পারাপার।
বর্ধমান শহরের দিক থেকে হিজলনা যাওয়ার এটাই শর্টকাট রাস্তা। কৃষক সেতু দিয়ে নদী পেরিয়ে যেতে হলে অনেকটাই ঘুরতে হবে। তাই স্থানীয়রা এই নদী পথকেই বেছে নেন পারাপারের জন্য। একটি নৌকায় ১০-১২টা বাইক সহ সাইকেল ও আরোহীদের নিয়ে চলছে ঝুঁকিপূর্ণ পারাপার। প্রতিদিন সকাল থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত চলে এই পারাপার।
Like Us On Facebook