অজয় নদের চড়ে আউসগ্রাম থানার বীলসন্ডা গ্রামের কাছে চোলাই তৈরির ভাটিতে হানা পুলিশের। উদ্ধার প্রচুর চোলাই তৈরির উপকরণ ও সরঞ্জাম। গ্রেফতার ৬ চোলাই কারবারি।

জানা গেছে, অজয় নদের চড়ে বীলসন্ডা গ্রামের ভাটিটি বীরভূম জেলায় অবস্থিত। বীরভূম পুলিশ ওই জায়গায় বিশেষ একটা আসে না। তাই পুলিশের চোখে ধুলো দিয়ে চলছিল চোলাইয়ের কারবার। গোপনসূত্রে খবর পেয়ে আউসগ্রাম থানার পুলিশ অভিযান চালায় ওই চোলাইয়ের ভাটিতে। অজয়ের বালির চরে গর্ত করে সেখানেই তৈরি করা হত চোলাই। রাতা তৈরি হত চোলাই। ভোর হওয়ার আগেই এখান থেকে চোলাই তৈরি করে চলে যেত চোলাই কারবারিরা। এখানে চোলাই তৈরি করে নিয়ে যাওয়া হত বীরভূম, মঙ্গলকোট সহ বিভিন্ন এলাকায়। এদিনের অভিযানে পুলিশ প্রায় ৩৫০ টিন মতো মদ তৈরির উপকরণ এবং চোলাই মদ নষ্ট করে দেয়। বাজেয়াপ্ত করা হয় মদ তৈরির সরঞ্জাম। পুলিশ ৬ চোলাই কারবারিকে গ্রেফতার করে বর্ধমান আদালতে তোলে।

Like Us On Facebook